বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | অনুব্রত না কাজল শেখ? বীরভূমের রাশ কার হাতে? কোর কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত

Kaushik Roy | ১৬ নভেম্বর ২০২৪ ১৬ : ৪১Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: একক ভাবে দলের রাশ কারোর হাতেই থাকছে না। কোর কমিটি জেলা সভাপতিকে নিয়ে চলবে এবং জেলা সভাপতিকেও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করতে হবে কোর কমিটির সঙ্গে। অর্থাৎ, মূল সিদ্ধান্ত নেওয়া হবে দুই পক্ষের আলোচনার পরেই। শনিবার দুপুর নাগাদ বীরভূমে কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকের পর এই কথা জানিয়েছেন কমিটির এক সদস্য। এদিন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানান, 'কোর কমিটিতে যুক্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। অর্থাৎ কমিটির সদস্য সংখ্যা ছয় থেকে বেড়ে সাত হল'।

 

 

এদিন বৈঠকে উপস্থিত  ছিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলায় একসময়ে তাঁর বিরোধী শিবিরের নেতা হিসেবে পরিচিত কাজল শেখ। বৈঠকে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির এক প্রতিনিধিও। জামিনে জেলমুক্ত হয়ে অনুব্রত জেলায় ফেরার পর শনিবার ১৬ ডিসেম্বরের বৈঠকই হল প্রথম বৈঠক। যা আয়োজন করতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকের দিকে তাকিয়ে ছিলেন জেলা তৃণমূলের সমস্ত নেতা-নেত্রীরা। কারণ, এই বৈঠকের ওপরেই নির্ভর করছিল ভবিষ্যতে কোন পথে এগোবে জেলা তৃণমূলের রাজনীতি। 

 

 

এর আগে দুর্নীতি সংক্রান্ত মামলায় অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর জেলায় দলের কাজকর্ম চালাতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কোর কমিটি তৈরি করে দেন। কমিটিতে রয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ। অনুব্রত ফিরে আসার পরেও সেই কমিটি রেখে দেওয়া হয়। 

 

 

গত ৭ নভেম্বর নিজের জন্মদিনে এক প্রশ্নের উত্তরে অভিষেক জানান, বীরভূমে কোর কমিটি যেহেতু নির্বাচনে দলকে ভালো ফল দিয়েছে তাই তিনি এই কোর কমিটি রেখে দেওয়ার পক্ষে। দলনেতার এই বার্তার পরেই  তড়িঘড়ি বৈঠক ডাকা হয় কোর কমিটির। যে বৈঠকে অনুব্রত থাকবেন বলেও দলের তরফে জানানো হয়। এবিষয়ে বীরভূম তৃণমূলের একটি সূত্র জানায়, দলনেত্রী নিজে নির্দেশ দিয়েছেন অনুব্রতকে নিয়ে বৈঠক করতে। তবে বৈঠকের পরে যে সিদ্ধান্ত নেওয়া হল তাতে দলের রাশ কোনও একপক্ষের হাতেই রইল না। না অনুব্রত মণ্ডল না কাজল শেখ। যা সিদ্ধান্ত নেওয়া হবে দুই পক্ষের আলোচনার পরেই।


#Birbhum News#Local News#West Bengal



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘন্টার মধ্যেই কাজ, জলদাপাড়ার জঙ্গলে পর্যটকদের প্রবেশ মূল্য মকুব ...

হিন্দমোটরে রক্তদান শিবির, সহায়তায় টেকনো গ্লোবাল হাসপাতাল...

কালিয়াচকে কেলেঙ্কারি, অভিযানের শুরুতেই পুলিশকে লক্ষ্য করে গুলি মারার অভিযোগ! গ্রেপ্তার ২ ...

কুমড়োর ওজন ২০ কেজি, হাতখানেক লম্বা লাউ, দেড় কেজির বেগুন, মেলায় পুরস্কার দেওয়া হয় সেরা ফসলকে...

শ্যাওড়াফুলি জিআরপির বড় সাফল্য, স্টেশন চত্বর চুরি যাওয়া ফোন ফিরে পেলেন মালিকরা...

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...



সোশ্যাল মিডিয়া



11 24